০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধানের শীষের প্রার্থী ড. মোশাররফ হোসেনের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ শুরু দাউদকান্দিতে নিসচা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার : ৯ আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি; দুই ঘণ্টা সেবা বন্ধ নবগঠিত বুড়িচং পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়ন : পিআরএ কর্মশালা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সাংবাদিকদের স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে: ড. মোবারক হোসেন কুমিল্লায় হাজী ইয়াছিনের উদ্যোগে খালেদা জিয়ার জন্য কোরআনখানি, খাবার বিতরণ কুমিল্লায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

কুমিল্লার মাঠে আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান

  • তারিখ : ১১:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • 47

আলমগীর হোসেন।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৯৭তম ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব। দলের হয়ে হ্যাটট্টিক করেন সোলেমানে দিয়াবাতে। একটি করে গোল করেছেন সানডে, সানোয়ার ও ইমন।

শুক্রবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে মোহামেডান আরো কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

খেলার দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের সময় সানডে এবং ৫৪ মিনিটের সময় সানোয়ারের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৮ মিনিটের সময় দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে।

এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিলো না আজমপুরের কাছে। ৮৩ মিনিটের সময় দলের পঞ্চম গোলটি করেন ইমন। ৮৯ মিনিটের সময় আজমপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্টিক পূরণ করেন সোলেমান দিয়াবাতে।

ফলে ৬-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে মোহামেডান মোট ১৯ ম্যাচ খেলে ৮ জয় পেয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

error: Content is protected !!

কুমিল্লার মাঠে আজমপুরকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান

তারিখ : ১১:৪৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩

আলমগীর হোসেন।।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ৯৭তম ম্যাচে আজমপুর ফুটবল ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাব। দলের হয়ে হ্যাটট্টিক করেন সোলেমানে দিয়াবাতে। একটি করে গোল করেছেন সানডে, সানোয়ার ও ইমন।

শুক্রবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ১০ মিনিটের সময় মোহামেডানের হয়ে প্রথম গোলটি করেন সোলেমান দিয়াবাতে। বিরতিতে যাওয়ার আগে মোহামেডান আরো কয়েকটি সুযোগ পেলেও আর গোল করতে পারেনি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান।

খেলার দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের সময় সানডে এবং ৫৪ মিনিটের সময় সানোয়ারের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬৮ মিনিটের সময় দলের চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সোলেমান দিয়াবাতে।

এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ ছিলো না আজমপুরের কাছে। ৮৩ মিনিটের সময় দলের পঞ্চম গোলটি করেন ইমন। ৮৯ মিনিটের সময় আজমপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্টিক পূরণ করেন সোলেমান দিয়াবাতে।

ফলে ৬-০ গোলের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। এ জয়ে মোহামেডান মোট ১৯ ম্যাচ খেলে ৮ জয় পেয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।