০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০% কুমিল্লা বোর্ডের ৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ কুমিল্লায় খেলতে বের হয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু টানা ১৪ বছর কুমিল্লা বোর্ডসেরা সোনার বাংলা কলেজ; শতভাগ পাস, ১৪৮ জন জিপিএ-৫ জিপিএ-৫ পেল কুমিল্লা সোনার বাংলা কলেজের পায়েল ইসলাম; ডাক্তার হওয়ার স্বপ্ন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হলে রেমিট্যান্স পাঠানো বন্ধের হুমকি প্রবাসীদের বুড়িচংয়ে একাধিক মামলার আসামি ছাত্রলীগ নেতা শামীম গ্রেপ্তার মুরাদনগরে যৌথবাহিনীর অভিযানে ৪৫০পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগ

  • তারিখ : ১১:২০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
  • 21

মুরাদনগর, উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে বাহার খান নামে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার ভোর রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দীঘির পাড় কলাবাগানে স্থাপিত আনারস প্রতীকের ওই প্রার্থীর অস্থায়ী কার্যালয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ ঘটনায় ওই ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ ভাঙচুর শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ওই নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাহার খান বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা বেশ কয়েকদিন যাবৎ আমাকে এবং আমার কর্মী-সমর্থকদেরকে নানাভাবে হুমকি-ধামকি প্রদান করে আসছে।তফসিল ঘোষণার পর থেকেই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমি সুষ্ঠু নির্বাচন দাবি করে আসছি। তিনি বলেন জনগণ যাকে ভোট দিবে ওই ভোটে যা ফলাফল আসবে আমি তাই মেনে নেব, তারপরও প্রতিপক্ষরা প্রতিনিয়তই আমার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভয়-ভীতি প্রদর্শন এবং আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যেই প্রতিপক্ষের প্রার্থীদের পক্ষ থেকে এ কাজটি করা হয়ে থাকতে পারে বলে আমি ধারণা করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি আমরা খতিয়ে দেখছি, এ ব্যাপারে ভূক্তভোগী প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: Content is protected !!

কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগ

তারিখ : ১১:২০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২

মুরাদনগর, উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে বাহার খান নামে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বুধবার ভোর রাতে উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দীঘির পাড় কলাবাগানে স্থাপিত আনারস প্রতীকের ওই প্রার্থীর অস্থায়ী কার্যালয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। এ ঘটনায় ওই ইউনিয়নে উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোর রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ ভাঙচুর শুরু করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ওই নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাহার খান বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা বেশ কয়েকদিন যাবৎ আমাকে এবং আমার কর্মী-সমর্থকদেরকে নানাভাবে হুমকি-ধামকি প্রদান করে আসছে।তফসিল ঘোষণার পর থেকেই প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে আমি সুষ্ঠু নির্বাচন দাবি করে আসছি। তিনি বলেন জনগণ যাকে ভোট দিবে ওই ভোটে যা ফলাফল আসবে আমি তাই মেনে নেব, তারপরও প্রতিপক্ষরা প্রতিনিয়তই আমার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভয়-ভীতি প্রদর্শন এবং আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যেই প্রতিপক্ষের প্রার্থীদের পক্ষ থেকে এ কাজটি করা হয়ে থাকতে পারে বলে আমি ধারণা করছি।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি আমরা খতিয়ে দেখছি, এ ব্যাপারে ভূক্তভোগী প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।