কুমিল্লায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা কোভিড ইউনিট উদ্বোধন

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা কোভিড ইউনিট উদ্বোধন করা হয়েছে।

বুধবার কোভিট ইউনিটের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।

ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন দিগন্ত, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালক ডঃ শাহ্ মোঃ সেলিম, নির্বাহী পরিচালক জাহাঙ্গীর ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকারসহ অন্যান্যরা।

উদ্বোধনী আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা সংগ্রামের সকল শহীদ, কোভিড-১৯ করোনাকালীন শাহাদাৎ বরণকারী ইস্টার্ন মেডিকেল কলেজের পরিচালক মরহুম আবদুর রউফ সহ অন্যান্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

হাসপাতালটিতে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসা সেবার ব্যবস্থা করা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page