দূর্গাপুর রশিদিয়া আমরী শাহী পাক দরবারের ১২ তম ওরশ মোবারক ও ছামা মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাফি।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর পশ্চিমপাড়া মাহবুবে রাব্বানী গাউছে ছামদানী পরীনে পীর দস্তগীর, অলি কুলের শিরমনি শেখ সৈয়দ মহিউদ্দিন আঃ কাদের জিলানী (রাঃ) ও খাজা গরীবেন নেওয়াজ এবং মোর্শেদ কেবলা হযরত মোতালেব শাহঃ মাইজভান্ডারী (রাঃ) এর স্মরণে হযরত রশিদ মাষ্টার শাহ (রাঃ) এর প্রতিষ্ঠিত দরবার শরীফে ১২ তম বার্ষিক পবিত্র ওরশ মোবারক ও ছামা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার(৭ মার্চ, ২২ ফাল্গুন) রশিদিয়া আমরী শাহী পাক দরবার শরীফে অনুষ্ঠিত ওরশ ও ছামা মাহফিলে প্রধান আকর্ষন ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ আমির হোসাইনী কালিয়াপুরী।

শাহ রশিদিয়া অমরী শাহিপাক দরবার শরিফের বর্তমান গদীনীশিল এস.এম সোহেল রানা এর তত্বাবধায়নে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা মোঃ সফিউল্লাহ নূরি (বরুড়া), হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদ(খতিব দুর্গাপুর পশ্চিম পাড়া বাইতুন নূর শাহী জামে মসজিদ), আওলাদে গাউছুল আজম শাহ্জাদা সৈয়দ মোঃ হেলাল শাহ কাদেরী, আমরুল্লাহ শরীফ শাহী পাক দরবার শরীফ, বন্দরামপুর।

এছাড়াও ওরশ মোবারকে আরও বহু ওলামায়ে কেরামগন তাশরিফ আনেন।  বয়ান শেষে আখেরি মোনাজাতের পর তাবারোক বিতরন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page