১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মনোহরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

  • তারিখ : ১২:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • 309

মনোহরগঞ্জ প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মনোহরগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী আরমান, আমজাদ হোসেন মানিক, আবদুল আহাদ রনি, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক আবু জাহের, জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘১৯৭৫ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, বর্তমানে তাদের উত্তরসুরীরাই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মত জঘন্য অপরাধ করেছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ সমস্ত ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।’

বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মহান স্থপতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবিস্মরনীয় করে রাখতেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং প্রতিকৃতি নির্মাণ করে বর্তমান সরকার। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে বস্তুতপক্ষে কোটি কোটি মুজিবপ্রেমীর অন্তরে আঘাত করেছে পঁচাত্তরের মীর জাফরের প্রেতাত্মারা। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ সদা প্রস্তুত বলে প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।’

error: Content is protected !!

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মনোহরগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

তারিখ : ১২:৪১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

মনোহরগঞ্জ প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মনোহরগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন ইকবাল, সহ-সভাপতি মোহাম্মদ আলী আরমান, আমজাদ হোসেন মানিক, আবদুল আহাদ রনি, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফাহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক আবু জাহের, জহিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের দুই সহস্রাধিক নেতাকর্মী। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মনোহরগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘১৯৭৫ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, বর্তমানে তাদের উত্তরসুরীরাই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মত জঘন্য অপরাধ করেছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ সমস্ত ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে ছাত্রলীগ নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।’

বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মহান স্থপতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবিস্মরনীয় করে রাখতেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং প্রতিকৃতি নির্মাণ করে বর্তমান সরকার। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে বস্তুতপক্ষে কোটি কোটি মুজিবপ্রেমীর অন্তরে আঘাত করেছে পঁচাত্তরের মীর জাফরের প্রেতাত্মারা। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে বাংলাদেশ ছাত্রলীগ সদা প্রস্তুত বলে প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।’