ভিসি-শিক্ষকদের দ্বন্দ্ব; অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধ

কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষক আন্দোলনের কারণে জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় বন্ধের পাশাপাশি আবাসিক হলসমূহও বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সূত্রে বিষয়টি জানা গেছে।

সিন্ডিকেট সূত্রে জানা গেছে, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আলাপ-আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের দুইটি কমিটি গঠন করা হবে। একটি শিক্ষকদের চলমান আন্দোলন ও অন্যটি ২৮ এপ্রিল ঘটনার তদন্তের জন্য।

আবাসিক হল বন্ধের বিষয়ে সিন্ডিকেট সদস্য জানান, উপাচার্য দাবি করেছেন, আবাসিক হলগুলোতে প্রচুর অস্ত্র ডুকতেছে। শিক্ষার্থীদেরকে টাকা দেওয়া হচ্ছে। এতে ক্যাম্পাসে অন্য ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, উপাচার্য এমন সিদ্ধান্ত নিয়ে আবারও ছলচাতুরীর আশ্রয় নিয়েছেন। তিনি শিক্ষকদের সমস্যার সমাধান না করে তাদের বিরুদ্ধে বিভিন্ন দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত নিচ্ছেন, যা কোনভাবেই কাম্য নয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page