মোঃ ফরিদ উদ্দিন মেম্বার বুড়িচং গ্রাম প্রধান হিসেবে নির্বাচিত

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং গ্রামের প্রধান হিসেবে মোঃ ফরিদ উদ্দিন মেম্বার নির্বাচিত হয়েছে। শনিবার (১৪ জুন ২০২৫) সদর ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম প্রধান নির্বাচন উপলক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আবুল হাশেম সেক্রেটারি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজী মোঃ নুরুল হক মাস্টার। সভায় বুড়িচং গ্রামের ৯নং ওয়ার্ডের সদস্য নসু মেম্বর ও ৮নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম মেম্বরের তত্ত্বাবধানে দু’টি ওয়ার্ডের প্রায় ৮০জন সরদার ও মাতব্বর উপস্থিত হন।

সভায় মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়ার প্রস্তাবনায় ও সকলের সমর্থনে সর্বসম্মতিক্রমে মোঃ ফরিদ উদ্দিনকে গ্রাম প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত গ্রাম প্রধান মোঃ ফরিদ উদ্দিন বলেন, “আমি গ্রামবাসীর ভালোবাসা ও বিশ্বাসকে সম্মান দিতে চাই। সবাইকে সাথে নিয়ে গ্রামে শান্তিতে ও সম্প্রীতিতে বসবাসের পরিবেশ বজায় রাখা আমার প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, “গ্রামের সার্বিক কল্যাণ ও উন্নয়নকে সামনে রেখে সবাইকে সাথে নিয়ে কাজ করাই আমার অঙ্গীকার।”

সভা শেষে সাবেক গ্রাম প্রধান আবদুল বারেক, মো. ইদ্রিস মিয়া ভূঁইয়া, সিদ্দিকুর রহমান মেম্বর ও বুড়িচং গ্রামের ঈদগার সভাপতি আব্দুস সামাদ মাস্টারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page