স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে করবে- দক্ষিণ জেলা ছাত্রলীগ

রুবেল মজুমদার।
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশে পনের হাজার নেতাকর্মী নিয়ে উপস্থিত হতে চায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

সোমবার(২৮ আগস্ট) সমাবেশ উপলক্ষে কুমিল্লা শহরের রামঘাটলায় অবস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা এসব কথা বলেন।

বর্ধিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ও উপ অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম ।

দিকনির্দেশনামূলক বক্তব্যে জহিরুল ইসলাম বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ অতীতের ন্যায় আগামী ১ সেপ্টেম্বরে ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে উপস্থিত থাকবে এটাই প্রত্যাশা করি। দীর্ঘদিন ধরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি নাই। তবুও অত্যন্ত ত্যাগ তিতিক্ষার মধ্যে আপনারা রাজনীতি করতেছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ‘আগামী ১ সেপ্টেম্বরের সমাবেশ আপনারা সফল করেন। সেপ্টেম্বরে মধ্যে আপনাদের একটি সুন্দর কমিটি উপহার দেয়া হবে। দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য অতীতের ন্যায় বর্তমানেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেন জহির।

এছাড়াও দিকনির্দেশনামূলক বক্তব্যে মাহবুব বলেন, ‘আমি জানি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ অত্যন্ত সুশৃঙ্খল ইউনিট। আপনারা আগামি ১ তারিখ এটা প্রমাণ দেবেন। আমি আশাকরি, বাংলাদেশ ছাত্রলীগের সেরা ইউনিটের পুরষ্কার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ।

বর্ধিত সভায় বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page