মাহফুজ নান্টু, কুমিল্লা।
সাংস্কৃতিক সংগঠন অধুনা থিয়েটারকে দু'লাখ টাকার চেক প্রদান করলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সোমবার বেলা ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়।
অধুনা থিয়েটারের পক্ষে চেক গ্রহণ করেন অধুনার প্রতিষ্ঠাতা এড.শহীদুল হক স্বপন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মোঃ শামীম আহমেদ, ব্যাংকার সাইফুল ইসলাম, রোজা খান, যুগ্ম সাধারণ সম্পাদক সনজিৎ কুমার তলাপাত্র ও সংগঠনের কনিষ্ঠ সদস্য নানজিবা সৃজিতা।
চেক প্রদান শেষে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, বার্ষিক নাট্যোৎসব আয়োজনসহ থিয়েটারটির বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য দুই লক্ষ টাকার চেক প্রদান করি।
এছাড়াও সাম্প্রতিককালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে ১৫ লাখ ৫৫ হাজার ২শ টাকাসহ বিভিন্ন সামাজিক কল্যাণকর কাজে আরো ১০ লাখ ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com