নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বামইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পুলিন চন্দ্র সরকার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ গর্ভনিংবডির সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাছান, কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ভক্ত রঞ্জন কর্মকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক জিয়াউল ইসলাম জীবন।
উল্লেখ্য, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিদ্যায় স্নাতকোত্তর পুলিন চন্দ্র সরকার ১৯৮৬ সালের ৪ অক্টোবর বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজে প্রভাষক রসায়ন বিদ্যা পদে কর্মজীবন শুরু করেন। ১৯৯৫ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০১২ সালের ২৫ জুলাই বামইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। দীর্ঘ সময় ধরে তিনি সুনামের সঙ্গে শিক্ষকতা শেষে আজ ২৭ আগস্ট শুক্রবার চাকুরী জীবন থেকে আবসর নিচ্ছেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে তাকে সংবর্ধনা প্রদান করেন কলেজ গর্ভনিংবডি ও শিক্ষক-কর্মচারীরা। এসময় একই ক্যাম্পাসে অবস্থিত বামইল সরকারি প্রাথমিক বিদ্যালের পক্ষ থেকেও তাকে বিদায়ী উপহার প্রদান করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com