শামীম রায়হান।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, “অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না, তারেক রহমান এই দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”
সোমবার (১৪ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, “সময়ে সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু সুবিধাবাদী গোষ্ঠী তারেক রহমানকে লক্ষ্য করে উদ্দেশ্যমূলক অপপ্রচারে লিপ্ত হয়েছে। যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে তারেক রহমানের শক্তিশালী কণ্ঠ বিশ্বব্যাপী প্রকম্পিত হচ্ছে, তখনই দেখা যাচ্ছে—কিছু চিহ্নিত গোষ্ঠী সেই সরকারের তাবেদারিতে নিজেদের ব্যস্ত রেখেছে। এমনকি একটি দল পরবর্তীতে ফ্যাসিস্টদের ক্ষমা করার ঘোষণাও দিয়েছে।”
ড. মারুফ আরও লিখেন, “বিশেষ করে তারেক রহমানের প্রধান উপদেষ্টার সঙ্গে সফল বৈঠকের পর একটি মহল দিশেহারা হয়ে পড়েছে এবং বিভ্রান্তিকর প্রচারণায় নিজেদের জড়িয়ে ফেলেছে।”
তিনি মন্তব্য করেন, “তারেক রহমান কৃত্রিম আলো নন—তিনি এদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিকসহ কোটি মানুষের আত্মবিশ্বাস ও প্রেরণার প্রতীক। যেদিন তিনি বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন, সেদিন ষড়যন্ত্রকারীরা ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে। হারিকেন নিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।”
এই বক্তব্য পোস্ট দেওয়ার পর থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিএনপি সমর্থকদের মাঝে আলোড়ন তোলে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com