বুড়িচং প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জিএমএন জাকারিয়া’কে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
গ্রেফতারকৃত জিএমএন জাকারিয়া বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বুড়িচং উপজেলা যুবলীগের সভাপতির পদে রয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা বারোটায় বুড়িচং সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সভাপতি জিএমএন জাকারিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাকারিয়া বুড়িচং সদর ইউনিয়নের আরাগ-আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
ওসি আরো জানান, জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জড়িত থাকার অভিযোগে জিএমএন জাকারিয়ার বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com