স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার তিতাস উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্টে’ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার রাতে উপজেলার মৌটুপী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের হাবুল বেপারীর ছেলে সাগর আহম্মেদ (৩৫) ও একই ইউনিয়নের মৌটুপী গ্রামের প্রয়াত রুকন উদ্দিনের ছেলে জাহিদ হাসান সুজন (৪১)।
ওই ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্রসহ ১৮টি মামলা রয়েছে। আর সুজনকে মাদক কারবারি বলছে পুলিশ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান তিতাস থানার ওসি মামুনুর রশীদ।
তিনি বলেন, “ওই দুজনকে গ্রেপ্তারের পর রোববার সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com