বুড়িচং প্রতিনিধি।।
সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট ও মহিষমারা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা একলাছ উদ্দিন ভূঁইয়ার সাথে বুড়িচং প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় বুড়িচং উপজেলার ভরাসার বাজারের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় কালে বুড়িচং উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয়।
তারমধ্যে কুমিল্লা থেকে মিরপুর পর্যন্ত এম এ গনি সড়কের সম্প্রসারণ, বুড়িচং সদর বাজার’কে যানজট মুক্ত করতে বিকল্প সড়ক সংস্কার, গোমতী নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে আলোচনা হয়।
এ সময় অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বুড়িচং এর উন্নয়নে সব সময় প্রস্তুত থাকবেন বলে সাংবাদিকদের জানান।
বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমদ লাভলু, মাই টিভিরে কুমিল্লা প্রতিনিধি আবু মুসা, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com