নিজস্ব প্রতিবেদক।।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাতটায় কুমিল্লা সদর উপজেলার বলেশ্বর গ্রামে প্রিমিয়ার লিগ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলার অংশগ্রহণ করবে বলেশ্বর টাইগার বনাম বলেশ্বর হিট।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো: নিজাম উদ্দিন কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুর রহমান মাস্টার।
সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সরকারি অধ্যাপক শরিফুল ইসলাম।।
আয়োজক সজিব খান বাবু জানান, ২০০৭ সাল থেকে বলেশ্বর ইয়াংস্টার ক্লাব কর্তৃক এই খেলাটির আয়োজন করা হয়। প্রতিবছর বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বলেশ্বর গ্রামের তরুণরা এই খেলায় অংশ গ্রহণ করে। এতে করে গ্রামের কিশোর তরুণদের মাঝে ভাতৃত্ববোধ তৈরি হয়। মাদক থেকে দূরে থাকে তরুণ ও যুবকরা। এবারের ফাইনাল খেলাটি জমজমাট হবে। খেলাটি দেখার জন্য সবাইকে আহ্বান জানান আয়োজক সজিব খান বাবু।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com