মোঃ বাছির উদ্দিন।।
"ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্যে করার নিরসন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্য্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।
উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আলীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্য্যায়ে আয়বর্ধক হিসাবে (আইজিএ) আওতায় ট্রেড প্রশিক্ষনের আওতায় চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com