নিউজ ডেস্ক।।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা ক্লাবের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা ক্লাব এর আয়োজনে ক্লাব প্রাঙ্গনে এ চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর চিত্রাঙ্কান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা ক্লাবের সভাপতি মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ক্লাবের সহ-সভাপতি আলি মন্সুর ফারুক, সাধারণ সম্পাদক প্রকৌশীল আবুল বাসার, কুমিল্লা ক্লাব এর নির্বাহি সদস্য নাসিমুল হক, সদস্য বদরুল হুদা জেনু, তপন সেন গুপ্তসহ আরো অনেকে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কুমিল্লার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ১২শ ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেন। পরে অতিথিবৃন্দ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com