নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের উদ্যেগে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ এবং ৪০ জন অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি। উপজেলা চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন।
অনুষ্ঠানে ৪০ টি হুইল চেয়ার ও ২০০ শতাধিক প্রশিক্ষনার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, সকল ক্ষেত্রে আমাদের কুমিল্লা এগিয়ে রয়েছে। বিগত চার বছর ধরে আমরা দেশের শ্রেষ্ঠ জেলা। করোনা সংকটেও আমরা সবোচ্চ রেমিট্যান্স দিয়েছি।
খাদ্য উৎপাদনে আমরাও এগিয়ে রয়েছি। কুমিল্লার শ্রেষ্ঠত্বর বিষয় নেত্রীর সামনে তুলে ধরেছি। তাই আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী কুমিল্লা নামেই বিভাগ দিবেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com