নিজস্ব প্রতিবেদক।।
আশা ও মেট্রোসেম সিমেন্ট এর রিটেইল মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আরজেএসএস এর আয়োজনে অনুষ্ঠানে অর্ধশতাধিক রিটেইলর যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএসএস'র স্বত্বাধিকারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।
প্রধান অতিথির বক্তব্য সাইফুল আলম রনি বলেন, ব্যবসায়িক উন্নতির জন্য যে কোন ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত। সবার সম্মিলত প্রয়াসে আমরা কুমিল্লায় এগিয়ে থাকবো। কারন একটি প্রস্তাবিত বিভাগীয় শহরে অনেক প্রতিযোগিতা থাকবে। সে প্রতিযোগিতায় নীতি নৈতিকতার সাথে ব্যবসা করলে সফলতা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোসেম সিমেন্টের চট্টগ্রাম বিভাগীয় ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম, আশা সিমেন্টের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন আরজেএসএস'র কৃষ্ণেন্দু রায়, সৈয়দ সুলতান কাদরিয়া জিতু ও সরোজ কান্তি রায়।
মধ্যাহ্ন ভোজের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। পরে আলোচনা অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।
পরে রিটেইলরা তাদের ব্যবসায়িক সফলতার বিষয়ে আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com