
আলমগীর কবির।।
আলোচনাসভা ও সম্মাননা প্রদানসহ নানা আয়োজনে কুমিল্লায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা সমবায় কর্মকর্তা মো. সালমান ইকবাল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
দিবসটি উপলক্ষে ৫ জন সফল সমবায় সংগঠন ও সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কার গ্রহণ করেন জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. খলিলুর রহমান খোকন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com