
মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ।।
মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় গুরুতর আহত প্রবাসী বাংলাদেশি কর্মী মো. সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট প্রদান করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
গতকাল (১০ নভেম্বর) রাজধানী মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহত সেলিমের খোঁজখবর নেন হাইকমিশনার। এ সময় তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেন। হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। সম্প্রতি রংয়ের কাজ করার সময় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন।
সেলিমের পাসপোর্ট হারিয়ে যাওয়ায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয়। হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “প্রবাসী কর্মীদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আহত কর্মী সেলিমের দ্রুত আরোগ্য কামনা করছি।”
আজ (১১ নভেম্বর) সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com