আলমগীর কবির।।
ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) জেলার বরুড়া উপজেলার বাতাইছড়ি বাজারে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ গ্রুপের উদ্যোগে, বরুড়ার বন্ধু মর্ডান স্কুলের শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের আয়োজনে বন্ধুদের নিয়ে এ পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে ইউনিটি অব কুমিল্লা এসএসসি ২০০১ ব্যাচের বন্ধুদের ঈদ শুভেচ্ছা বিনিময় ও দুপুরের খাবার দিয়ে আপ্যায়ন করা হয়,পাশাপাশি জ্যৈষ্ঠের বিভিন্ন মুখরোচক রসালো ফল খাওয়ানো হয়। বিভিন্ন থানার বিভিন্ন পেশাজীবী বন্ধুরা ইউনিটি গ্রুপের আহবানে প্রায় ৪০ জন বন্ধুর উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে এক জাঁকজমক ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। ২০২১ সালের জুলাই মাসে শুরু হওয়া এই গ্রুপটি ইতিমধ্যে প্রথম কোনো আঞ্চলিক গ্রুপ হিসেবে বাংলাদেশ সরকারের অনুমোদিত ও রেজিস্টারভুক্ত গ্রুপ হিসেবে রেজিঃ হয়েছে।
গ্রুপের শুরুলগ্ন থেকে বেশ সুনামের সাথে বিভিন্ন সামাজিক, মানবিক ও পুনর্মিলনী প্রোগ্রামগুলো করে আসছে । তারই ধারাবাহিকতায় ইউনিটি ফাউন্ডেশন থেকে আজকেও বুড়িচং খাড়াতাইয়া স্কুলের প্রিয় বন্ধু মো: ওমর ফারুককে চিকিৎসা ভাবৎ নগত অর্থ দেয়া হয়। দুপুর ১ টায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে শুরু হওয়া প্রোগ্রামের বিভিন্ন পেশাজীবী বন্ধুরা শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বন্ধুদের মাঝে ইউনিটির অনুভূতি শেয়ার করে । তখন বন্ধুরা কিছু মুহূর্তের জন্য আবেগঘন পরিবেশের সৃষ্টি করে, একে অন্যের সাথে কোলাকোলি, ভাব বিনিময়, ঈদ শুভেচ্ছা বিনিময় করে।
দুপুরে খাওয়া দাওয়া ও কুশল বিনিময় শেষে গ্রুপ ছবি তুলার মাধ্যমে স্মৃতি বিজড়িত করে রাখা হয় ,আজকের প্রোগ্রামের আয়োজক আনোয়ারের সমাপনী বক্তব্যে মধ্য দিয়ে সুন্দর এই ঈদ আড্ডাটি শেষ হয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন কাজী সাইফুল, মামুন আব্দুল্লাহ, মডারেটর সদস কার্তিক চন্দ্র,এড. সাইফুল আলম, জাকির হোসেন, লিফট মামুন, সাংবাদিক আলমগীর কবির, ফারুখ হোসাইন আনিছুর রহমান , আল আমিন হোসেন রাকিব, মহিউদ্দিন মহি সহ গ্রুপ এক্সপার্ট নুরুদ্দিন সোহেল ও গ্রুপের প্রিয় বন্ধু ডা : হেলাল খন্দকার, সোহেল সরকার, মিজান, ইঞ্জি : সাখাওয়াত, কাজী কাউসার, ওমর কৃষ্ণ, দেলোয়ার শিমুল ভূঁইয়া, আরিফ, ইউসুফ, কামরুল ইসলাম রাজু, ইরফান চৌধুরী,ছোটনসহ অন্যন্য বন্ধুরা ঈদ অনুভূতি শেয়ার করেন।
এডমিন ও মডারেটর প্যানেলের পক্ষ থেকে বন্ধু আনোয়ারকে প্রোগ্রামটি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য কৃতজ্ঞতা জানান এবং উপস্থিত সকল বন্ধুদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।ভবিষ্যতে বন্ধুদের নিয়ে এমন সুন্দর সুন্দর প্রোগ্রাম উপহার দেয়ার , ইউনিটি বন্ধুত্বের বন্ধন অটুট রাখার, ইউনিটি গ্রুপে বিভিন্ন মানবিক ও ইউনিক কাজের মাধ্যমে গ্রুপকে আরো শক্তিশালী ও সবাইকে সামনের দিকে এগিয়ে নেয়ার আশ্বাস দেন ও সবার কাছে দোয়া কামনা করেন।জয় হোক বন্ধুত্বের, জয় হোক মানবতার।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com