কুমিল্লা নিউজ ডেস্ক।।
ইফতারসামগ্রীতে কাপড়ের রং ব্যবহার করায় কুমিল্লায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে মালাই সুইটস অ্যান্ড বেকারিকে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ইফতারসামগ্রীতে কাপড়ের রং ব্যবহার করে ভোক্তাদের কাছে পরিবেশন করছিল মালাই সুইটস অ্যান্ড বেকারি। যা ভোক্তাদের সঙ্গে প্রতারণা ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এজন্য প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় রঙমিশ্রিত ১০ কেজি খাদ্য ও পাঁচটি রঙের কৌটা জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুনতাসির মাহমুদ, সদর স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ, কুমিল্লা সিটি করপোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর মেজবাহ উদ্দীন ভূঁইয়া, নিরাপদ খাদ্য অফিসের নমুনা সংগ্রহ সহকারী নাজমুস সাকিব উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com