নিউজ ডেস্ক।।
ঈদের দিনেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৩ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২২ জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪৭৭ জন।
শুক্রবার (১৪ মে) বিকেল সাড়ে ৩টায় জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৯ দশমিক ৯ শতাংশ। এদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৮ জন, সদর দক্ষিণ উপজেলায় তিনজন, বুড়িচংয়ে তিনজন, চান্দিনায় একজন, চৌদ্দগ্রামে একজন, নাঙ্গলকোটে পাঁচজন ও মনোহরগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।
এদিকে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০ জন। তারা সবাই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার বাসীন্দা। এ নিয়ে জেলায় সর্বমোট মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৪৬ জন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com