স্টাফ রিপোর্টার।।
ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ধর্মের নামে ভাংচুর হামলাসহ হরতাল ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ।
রবিবার বেলা ১২ টায় রামঘাটস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নজরুল এভিনিউতে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুদ্দীন আহমেদ পাপ্পু ও সাধারণ সম্পাদক মহসিন রহমান।
এ সময় স্বেচ্ছাসেবকলীগের মিছিলটিকে স্বাগত জানান কুমিল্লা (দঃ) জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। নজরুল এ্যাভিনিউতে নেতাকর্মীসহ সকলের উদ্দেশ্য সাজ্জাদ হোসেন স্বপন বলেন, ধর্মের দোহাই দিয়ে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে যারা আজ বাংলাদেশে হামলা ভাংচুর করছেন তাদের মনে রাখা উচিত ভারতে ৪০ কোটি মুসলিম ভাই আছে। তাদের নিরাপত্তার কথা যারা ভাবে না তারা আর যাই হউক প্রকৃত মুসলমান হতে পারে না। সবকিছুর উর্ধ্বে দেশের শান্তিশৃঙ্খলা। যারা শান্তি শৃংখলা নষ্ট করবে তাদেরকে প্রতিহত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, সহ-সভাপতি কিংকর দেবনাথ, কামরুল হাসান দুলাল, সেলিম আহমেদ শামস, সাধারণ সম্পাদক মহসিন রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি, প্রচার সম্পাদক আখী আলম রকি, দপ্তর সম্পাদক আরিফুল হাসান বাপ্পি প্রমূখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com