ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ও প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকীসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগ এবং শিক্ষক সমিতি ভেঙ্গে দেওয়ার জন্য আল্টিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে আটটায় প্রশাসনিক ভবনের নিচতলায় সংবাদ সম্মেলন করে এ আল্টিমেটাম দেয়া হয়।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক আবু রায়হান বলেন, 'শিক্ষার্থীদের আন্দোলনে স্বৈরাচারী শাসকের পতন হলেও বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু দোসর এখনও রয়ে গেছে। আমরা অনতিবিলম্বে উপাচার্য ও সম্পূর্ণ প্রক্টরিয়াল বডিকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছি। অনতিবিলম্বে শিক্ষক সমিতির ভেঙে দিতে হবে এবং ছাত্রদের সমস্যা তুলে ধরার জন্য দ্রুত ছাত্র সংসদ গঠন করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।'
তিনি আরও বলেন, আজকে রাতের মধ্যে এই তিনটি দাবি মেনে না নেওয়া হলে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাধারণ শিক্ষার্থীরা এর দায় নিবে না। এছাড়া, কালকে থেকে উপাচার্য বাসভবন ঘেরাওসহ প্রশাসনিক প্রতিটি ভবনে তালা ঝুলিয়ে দেয়া হবে।
উল্লেখ্য , শিক্ষার্থীদের আল্টিমেটামের আগেই সহকারী প্রক্টর থেকে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com