মোঃ বাছির উদ্দিন।।
ওমানে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. মেহেদী হাসানের (২৬) লাশ দাফন করা হয়েছে। আজ বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গত ১৬ অক্টোবর বাংলাদেশ সময় সন্ধ্যায় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
মেহেদী হাসান উপজেলার নাইঘর (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা ও কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মৃত মফিজুল ইসলামের ছেলে।
মেহেদীর স্বজনেরা জানান, মেহেদী হাসান ওমানে কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ২ অক্টোবর ওমানে যান তিনি। ১৬ অক্টোবর দুপুরে পরিবারের কাছে খবর আসে, ওমানে কাজ করার সময় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মেহেদী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ওই হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গত ৩১ অক্টোবর রাতে মেহেদী হাসানের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। আজ বুধবার বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এদিকে লাশ দেশে আসার সাথে সাথে এলাকার এক শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাযায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com