স্টাফ রিপোর্টার।।
ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শেখ মো. কামরুল (৩৬) নামে এক প্রবাসী যুবক। বুধবার সকালে নিজ বাসা থেকে মার্কেটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ মো. কামরুল উপজেলার মাধবপুর গ্রামের শেখ বাড়ির মৃত কামাল হোসেনের ছেলে। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি ওমানে সিলাল মার্কেটে ব্যবসা করছিলেন।
কামরুলের বন্ধু ও আত্মীয়রা জানান, কোরবানির ঈদ শেষে চার মাসের ছুটি কাটিয়ে গত শুক্রবার (১০ অক্টোবর) তিনি আরও চারজন আত্মীয়ের সঙ্গে ওমানে ফেরেন। দেশে ফিরে আসার মাত্র ছয় দিন পরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
বুধবার সকালে বাসা থেকে সিলাল মার্কেটে যাওয়ার সময় এক তানজানিয়ান চালকের বাসে ওঠেন তিনি। বাসটি নতুন সিলাল মার্কেটের গেটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাটি কাটার গাড়ির (জেসিবি) সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কামরুল মারা যান।
বর্তমানে তার মরদেহ ওমানের রুস্তাক হাসপাতালের হিমঘরে রাখা আছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৯টায় তার লাশ দেশে আনা হবে এবং পরদিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাদ জোহর নিজ গ্রামের মাধবপুরে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মাত্র ১২ বছর বয়সে জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান কামরুল। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তান রেখে গেছেন একজনের বয়স চার বছর, অন্যজনের মাত্র পাঁচ মাস। বাবাহারা পরিবারে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগেই ফেসবুকে তিনি এক প্রবাসীর মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর উদ্যোগের খবর শেয়ার করেছিলেন। পরিহাসের বিষয় আজ তিনিই সেই মর্মান্তিক পরিণতির শিকার।
কামরুলের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com