
স্টাফ রিপোর্টার।।
ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ইনকিলাব মঞ্চের উদ্যোগে নগরীর পূবালী চত্বরের এ সমাবেশ করা হয়।
এ সময় একটি বিক্ষোভ মিছিল কান্দিরপাড় এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
ইনকিলাব মঞ্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক ফারুক নাহিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- এবি পার্টি কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, এনসিপির কুমিল্লা মহানগরের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, খালেদ হোসেন, ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, আপ বাংলাদেশের কুমিল্লা জেলার আহ্বায়ক হাসিব আহমেদ, মহানগর আহ্বায়ক লোকমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সদস্য সেলিম উদ্দিন রতন প্রমুখ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com