মারুফ কল্প, কুমিল্লা।।
দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে কুমিল্লা জেলা পুলিশের ক্যান্টনমেন্ট ফাঁড়ি। রোববার দিন ব্যাপি এ কার্যক্রম চালিয়েছেন তারা।
জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এর নির্দেশনায় এ ফাঁড়ি এলাকায় করোনা মোকাবেলায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পড়া ও এ মহামারি সম্পর্কে সচেতনতামূলক দিন ব্যাপি মাইকিং করা হয়।
ক্যান্টমেন্ট ফাঁড়ি পুলিশের ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে রোববার দিন ব্যাপি আমার ফাঁড়ি এলাকার আলেখারচর, আমতলী, ক্যান্টমেন্ট মার্কেট এলাকাসহ বিভিন্ন এলাকায় মাইকিং ও বিনামূল্যে মাস্ক বিতরণ করি। এসময় এস আই শামস উদ্দিন, এ এস আই আশিক সহ ফাড়ি পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন। তিনি আরো জানান, করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে এবং সচেতনতামূলক মাইকিং অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com