মোঃ জহিরুল হক বাবু।।
নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বাড়ছে। সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে, বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই পরিস্থিতি স্বাভাবিক হলেই কুমিল্লা কাউন্সিলর কাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দর্শকরা যেন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারে সে জন্যই টুর্নামেন্টের বাকি খেলাগুলো এখন স্থগিত করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের কনফারেন্স কক্ষে বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি এমন ঘোষণা দেন।
সাইফুল আলম রনি আরো জানান, দর্শকরা মাঠে এসে খেলা দেখতে চায়। তবে করোনা পরিস্থিতির কারনে তা সম্ভব না। যদি আমরা খেলা চালিয়ে যাই, তাহলে গ্যালারীর দর্শকরা বঞ্চিত হবে। আমরা দর্শকদের বঞ্চিত করতে চাই না।
তাই ওমিক্রন পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা কাউন্সিলর কাপ টি ২০ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা পরিচালনা করবো। কারন দর্শকদের জন্যই আমাদের আয়োজন।
এবার কাউন্সিলর কাপ টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে গ্ল্যাডিওটার্স অব টেন, মুন্সেফবাড়ী স্পোর্টিং ক্লাব, ওয়েল ফেয়ার ইউনাইটেড ও বাগিচাগাঁও নাইন ইলেভেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা ক্রিকেট কমিটির সম্পাদক নাসিম ইউসুফ রেইন ও ক্রিকেট কমিটির সৈয়দ সুলতান ফরহাদ কাদরিয়া।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com