মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে নিহত সিটি কর্পোরেশনের কাউন্সিলর সোহেলের জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর পাথুরিয়াপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুম কাউন্সিল সোহেলের ছেলে হাফেজ মোঃ নাদিম।
জানাজার নামাজে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, যুগ্ম সম্পাদক আতিক উল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, মহানগর যুবলীগ আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল, মহানগর কৃষক লীগের আহ্বায়ক খোরশেদ আলম।
এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।
জানাজায় অংশগ্রহনকারী নেতৃবৃন্দ এই হত্যার সুষ্ঠ বিচার দাবী করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com