নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিবাজার ইউনিয়নে সৈয়দপুর হাই স্কুল মাঠে শনিবার বিকালে প্রবাসী মো. দুলাল কর্তৃক আয়োজিত ফ্রিজ ও এলইডি কাপ ফুটবল টুনামেন্ট ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। খেলায় উদ্বোধন করেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো.আমিনুল ইসলাম টুটুল।
কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. সেকান্দর আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান হোস্নয়ারা বেগম বুকল,কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম সিআইপি, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম, কালিবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফরহাদ হোসেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাজী মো. জসিম উদ্দিন, সমাজসেবক মোস্তফা কামাল মেম্বার।
খেলায় ব্যাপক দর্শক সমাগম ঘটে। উভয় দলের ৮ জন নাইজেরিয়ান খেলোয়াড় থাকলেও দেশীয় খেলোয়াড়দের ফারফর্ম ছিল দশক নন্দিত। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বুড়িচং উপজেলার ময়নামতি হোসেনপুর-ডাকলাপাড়া একাদশ টাইব্রেকারে ৩-০ গোলে সৈয়দপুর ইভান একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com