কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভিত্তিক 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা।
শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারের পরীক্ষায় 'বি' ইউনিটে ৪ হাজার ৯৯৮ জনের মধ্যে উপস্থিত ছিলেন ৯৪.০৮ শতাংশ শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন 'বি' ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী।
কেন্দ্র পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, কেন্দ্রের সার্বিকদিক অনেক ভালো ছিল। তাছাড়াও পরিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। নিরাপত্তার বিষয়ে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময়ে সর্বোচ্চ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রোভার স্কাউটস এবং বিএনসিসি সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করছেন। পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২০ আগস্ট 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com