ফয়সাল মিয়া, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র রক্তদাতা সংগঠন “বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়” নবীন সদস্য বরণ ও নতুন নেতৃত্ব গঠনের লক্ষে চড়ুইভাতি আয়োজন করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের সভাপতি উসমান গণি'র সভাপতিত্বে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত অনুষ্ঠান পরিচালিত হয় এবং তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মডারেটর ব্যাবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল-আমিন এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবুল হায়াত।
অনুষ্ঠানের ইভেন্টে ছিলো রান্না-বান্না, খেলাধুলা, জুম’আর নামাজের বিরতি, দুপুরের খাবার, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী।
সভাপতি উসমান গণি বলেন, নতুন সদস্যদের বরণ এবং নতুন নেতৃত্ব গঠন এর জন্য আজকের বন্ধু সংগঠনের এই মিলনমেলা। দিনব্যাপী বিভিন্ন আনন্দঘন কার্যক্রমের মাধ্যমে আয়োজনটি করা হয়েছে যেনো শিক্ষার্থীরা নতুন উদ্যমে কাজ করতে পারে।
সাধারণ সম্পাদক আল-আমিন বলেন, বন্ধু কতৃক আয়োজিত আজকের চড়ুইভাতি প্রোগ্রামে উপস্থিত ছিলো বন্ধুর সকল সদস্যবৃন্দ, সিনিয়র ভাইয়েরা এবং বন্ধুর উপদেষ্টা মন্ডলি। আজকে চড়ুইভাতিতে খাওয়াদাওয়া সহ ছেলে এবং মেয়েদের মধ্যে বিভিন্ন খেলা দোলার ইভেন্টে পরিচালনা করা হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, এটা মানবতার সংগঠন। এখানে রক্ত নিয়ে কাজ করা হয়। যারা বন্ধুর সদস্য আছেন সবাই একটু বেশি স্পেশাল। কারণ তাদের রক্তের বিনিময়ে অন্যর জীবন বেচে যায়। বন্ধুর নতুন সকল সদস্যদের প্রতি শুভকামনা। বন্ধুর মূল মন্ত্র "যদি করি সেচ্ছায় রক্তদান, বাচবে জীবন বাচবে প্রাণ।" এই মন্ত্রকে ধারণ করে বন্ধু আরো এগিয়ে যাক। নতুন কমিটিতে যারা আসবে সকলের জন্য শুভকামনা, এবং রক্ত যুদ্ধাদের প্রতি শুভকামনা রইলো।
উল্লেখ্য, প্রতিনিয়ত চিকিৎসায় মানুষের রক্তের প্রয়োজনীয়তা থেকে ২০১৫ সালের ২৮ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একত্রিত হয়ে গঠন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন " বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়"।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com