
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের নেতৃত্ব গড়ার সংগঠন ‘লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি’ এর নবীন লিওদের নিয়ে “Orientation & Training Program” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের হল কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সভাপতি রিয়াসাদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নবীন হোসেন, এবং জাকারিয়া ইসলাম, এডভাইজর, লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি।
প্রধান অতিথি রিয়াসাদ ইসলাম বলেন, “লিও ক্লাব কেবল একটি সংগঠন নয়, এটি তরুণদের মধ্যে মানবিকতা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা গড়ে তোলার এক অনন্য প্ল্যাটফর্ম।” তিনি তরুণদের সেবামূলক কাজে সম্পৃক্ত হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করেন।
বিশেষ অতিথি নবীন হোসেন বলেন, “আজকের এই প্রোগ্রাম শুধু পরিচিতি নয়, বরং আমাদের নতুন যাত্রার সূচনা। লিও ক্লাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক প্রভাব রাখতে সক্ষম হবে।”
এ সময় এডভাইজর জাকারিয়া ইসলাম ক্লাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “লিও মানে নেতৃত্ব, উদ্যোগ আর দায়িত্ববোধ। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সমাজে অবদান রাখতে হবে।”
অনুষ্ঠানটি স্পন্সর করে লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস। দিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে ক্লাবের নবীন সদস্যরা লিও আন্দোলনের লক্ষ্য, সমাজসেবা কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং দলীয় সমন্বয় বিষয়ে দিকনির্দেশনা পান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com