কুবি প্রতিনিধি।।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) 'হাল্ট প্রাইজ' ২০২৫-২৬ এর আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪০ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
এতে ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিকা তাবাসুম সাদিয়া এবং ডেপুটি ডিরেক্টর অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ।
কমিটিতে হেড অফ মার্কেটিং উইংয়ে সিরাজুম মুনীরা, ডেপুটি লিডে- অপূর্ব আচার্য্য, হেড অফ ক্রিয়েটিভ উইংয়ে সাদমান নূর ইফা, ডেপুটি লিডে- প্রমিত মজুমদা, হেড অফ স্টার্ট-আপ উইংয়ে রোকাইয়া সেলিম পপি, ডেপুটি লিডে- সাবিকুন নাহার, হেড অফ ইভেন্ট উইংয়ে ফেরদৌস হাসান জাফরি, ডেপুটি লিডে- মোঃ আসিফ, হেড অফ অপারেশন উইংয়ে সালমা আক্তার, ডেপুটি লিডে- মোঃ মাইনুল ইসলাম, হেড অফ প্রেস উইংয়ে মারিয়ম আক্তার শিল্পী, ডেপুটি লিডে- সাইমন আব্দুল্লাহ আজাদ, হেড অফ ডকুমেন্টেশন উইংয়ে রাখনোভা আলম নিতু, ডেপুটি লিডে- নাজিফা তাবাচ্ছ্বম নাবিলা, হেড অফ পাবলিক রিলেশনস (PR) উইংয়ে ফাদিয়া মোশারত আদ্রিতা, ডেপুটি লিডে- সৈয়দা সাবরিনা আলম, হেড অফ গ্রাফিক্স উইংয়ে তাহমিদ তাজওয়ার, ডেপুটি লিডে- শাহরিয়ার আহমেদ রামীমকে মনোনীত করা হয়।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন, লাবীবা রশিদ রাফা, তানজিলা আলম চৌধুরী, অয়ন কুমার সাহা, চৌধুরী সুপ্রতীক বড়ুয়া, মাফরুহা তাসনিম, আহমেদ ফাহমিদ কাদের, তাছপিক জাহিন রাফী, মেহেদী হাসান নিশান, মিসকাত ওয়াহিদ চৌধুরী, মেহেরাব হোসেন, ইয়াসির হামিদ, আল শাহরিয়ার, হাসিন আরমান, রুবাইয়াত তাজবিন, কাজী আসমাতুল জান্নাত, সুমাইয়া তাহসিন, অপরাজিতা বড়ুয়া ও রুবাইয়া সুলতানা সাথি।
এ বিষয়ে কাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসুম সাদিয়া বলেন, "হাল্ট প্রাইজ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়: এটি তরুণদের চিন্তা, স্বপ্ন ও দায়িতবোধের এক অনন্য সম্মিলন। আমরা চাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের সৃজনশীলতা ও সামাজিক সচেতনতা দিয়ে এমন কিছু তৈরি করুক যা সমাজে প্রকৃত পরিবর্তন আনে। আমাদের প্রতিটি প্রচেষ্টা যেন হয়ে ওঠে একটি বাস্তব প্রভাবের গল্প।'
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com