
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের উদ্যোগে আয়োজিত আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে বিজয়-২৪ হলের টিম 'বাংলা ব্লকেড'।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় প্রভোস্ট ড. জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া আফরিনের সঞ্চালনায় এই বিতর্ক প্রতিযোগিতা পরিচালিত হয়।
বিতর্কের বিষয় ‘এই সংসদ (সাধারণ শিক্ষার্থী), হল সংসদ নির্বাচনে জোট প্রেক্ষিতঃ নয় বরং ব্যক্তি প্রেক্ষিতে ভোট দিবে।' এই মোশনে অনুষ্ঠিত বিতর্কে সরকারি দল হিসেবে ছিল বাংলা ব্লকেড ( বিষয়- ২৪ হল) ও বিরোধী দল হিসেবে ছিল সুনীতি -A( সুনীতি শান্তি হল)।
বিতর্ক প্রতিযোগিতায় স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (কুবিডিএস) সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন কুবিডিএস'র যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) মো: লাবিব রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক নাজমুস সাকিব এবং কুমিল্লা ডিবেট ফেডারেশনের সভাপতি ইশতিয়াক আহমেদ।
প্রভোস্ট ড. জিয়া উদ্দিন বলেন, "যারা আজকে এই আয়োজন করেছে তারা সত্যিকার অর্থে বিতর্ককে ভালোবাসে। বিতর্ক এমন একটি ক্ষেত্র, যেখানে যুক্তির মাধ্যমে নিজেকে শানিত করা যায়। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ। এই প্রথম আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল হোস্ট করেছে। এর জন্য হল কর্তৃপক্ষ সবার কাছে কৃতজ্ঞ। যারা অংশগ্রহণ করেছে, সবাই লড়াই করতেই এসেছে। হলে বিতর্কের যে ধারা সূচনা হলো, সেটি আয়োজকেরা অব্যাহত রাখবে। সকল সমস্যা উত্তরণ করে সম্ভাবনাকে জাগিয়ে তোলা এই সংগঠনের কাজ।"
ডিবেটিং সোসাইটি সভাপতি সাদিয়া আফরিন বলেন,"আজকের আয়োজনে হল প্রশাসন যে সহায়তা করেছে, তা আমরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখব। যা কিছু প্রথম, তা যদি শুভ হয়, তবে আমরা তা মনে রাখতে পছন্দ করি। কোনো বিতর্ক বা বিতর্কিত পরিস্থিতি ছাড়া এমন একটি অনুষ্ঠান সফলভাবে সমাপ্ত করার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। বিতর্কের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি মানুষই পজিটিভ আত্মার অধিকারী বলে আমার মনে হয়। যারা অংশগ্রহণ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ।"
উল্লেখ্য, এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও হলের শিক্ষার্থীরা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com