 
     কুবি প্রতিনিধি।।
কুবি প্রতিনিধি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুম এবং পরীক্ষার হল উদ্বোধন করা হয়েছে। কনফারেন্স রুম এবং পরীক্ষার হলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা৷ 
রোববার (২৮ নভেম্বর) বিকেলে পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি ড. মোহাম্মদ জুলহাস মিয়ার সঞ্চালনায় এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী এর সভাপতিত্বে বিজ্ঞান অনুষদের নিচতলায় অবস্থিত কনফারেন্স রুমটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, কনফারেন্স রুমটি শুধু বিজ্ঞান বিভাগের জন্য তৈরি করা হয়েছে এমন নয় বরং এটা সকলে ব্যবহার করতে পারবে। যদি বিজ্ঞান অনুষদের ডিন অনুমতি নাও দেয় তাহলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবে। এমন একটি কনফারেন্স রুম হয়েছে এটা দেখতেও ভালো লাগছে৷
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন কবির , রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: আবু তাহের , শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com