কুবি প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষ্যে পবিত্র কোরআন শরীফ খতম এবং মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করেছে কুবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু সাদাত সায়েম।
শনিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদে শতাধিক এতিম শিশু ও মাদ্রাসার হাফেজদের নিয়ে এ আয়োজন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক, ছাত্র,ও শাখা ছাত্রলীগের সায়েমের নেতৃত্বাধীন নেতাকর্মীবৃন্দ।
আবু সাদাত সায়েম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা সর্বদা আত্মমানবতার সেবায় নিয়োজিত।
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে দুস্থ এতিম শিশুদের নিয়ে আজকের ইফতার মাহফিল আয়োজন করা হয়। আমরা গতানুগতিক ধারার বাহিরে গিয়ে সর্বদা চেষ্টা করি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে। সর্বোপরি বলতে চাই আমাদের এইসব কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com