কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান।
নিহত শিল্পী আক্তার ওই উপজেলার টনকি গ্রামের রুক্কু মিয়ার মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
ঘটনার পর থেকে শিল্পীর স্বামী মো. গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মা সুরাইয়া বেগম বলেন, “আমার মেয়ে শিল্পী চার মাসের অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের পর থেকেই মেয়েকে প্রায়ই বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। মূল বিষয় ছিল, বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেওয়া।
“আমি যদি জানতাম ওই ডাকাত আমার মেয়েকে গলাকেটে হত্যা করবে, তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে দিতাম না।”
ওসি বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী-স্ত্রী ঝগড়ায় জড়ান। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন স্বামী গিয়াস উদ্দিন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com