নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মো. নাদের (২৭) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম পৌর এলাকার বৈদ্দেরখিল সীমান্তের ২১০৯/১৪ নম্বর পিলারের কাছ দিয়ে তিন বাংলাদেশি চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। এতে দুজন পালিয়ে এলেও মো. নাদের বিএসএফের হাতে ধরা পড়েন।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম বিওপি’র বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে আলোচনার পর মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটককৃত নাদেরকে সীমান্ত পিলারের কাছে এনে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি নাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে এবং পালিয়ে যাওয়া দুইজনের বিরুদ্ধেও পাসপোর্টবিহীনভাবে সীমান্ত অতিক্রম করে ভিন দেশে প্রবেশের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “আটক যুবককে বিকেলে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com