দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুইটি ব্রিক ফিল্ডকে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা জরিমানাসহ সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা ইট ভাটার চুল্লি পানিতে ভরিয়ে দিয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং আবাদী জমির উর্ভর মাটি কাটা ও পোড়ানোর দায়ে এলাহাবাদ ইউনিয়নের ডালকরপাড় ‘লিমা ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. রফিকুল ইসরামকে ৫ লক্ষ টাকা এবং জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর ‘এম,এস ব্রিকস্ ফিল্ডের’ ব্যবস্থাপক মো. বিল্লাল হোসেনকে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উভয় বিক্স্ ফিল্ডকে সিলগালা করে দেয়া হয়েছে। ব্রিকস্ ফিল্ড দু’টিতে নতুন করে পোড়ানো ইটের চুল্লির আগুন নেভাতে পানি দিয়ে চুল্লি দু’টিভরিয়ে দেয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন-২০১৩, সংশোধিত-২০১৯’র ধারা ৫(১)১৫ আইনে ইটভাটা ও অবৈধ মাটিকাটা এবং নিয়ম নীতি না মেনে ব্রিকস্ ফিল্ড পরিচালনা করার দায়ে তাদের জরিমানা এবং সিলগালা করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com