স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মেঘনা উপজেলায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার শাহ আলম কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীর আলম মেঘনা উপজেলা যুবলীগের সদস্য।
তারা আপন দুই ভাই বলে জানা গেছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, মাদকসেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে বলেও জানান তিনি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com