নেকবর হোসেন।।
কুমিল্লায় মাদকদ্রব্য পাচার, বেচাকেনা, মাদক ব্যবহারের গোপন আড্ডাখানা ও মিনি ক্যাসিনো সংক্রান্ত বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা ও জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এর নেতৃত্বে জেলা সদরের আলেখাচার এলাকার আবাসিক হোটেল "আপন" জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযান।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতের এমন ঝটিকা অভিযানে ১৬ পতিতা সহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতয়ালী থানায় মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত সকলকে আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। এধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলেও জানান তিনি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com