স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা ৫নং ওয়ার্ডে আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ক্রিকেট টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার ৫নং ওয়ার্ডের কুমিল্লা হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মাহাবুবুর রহমান দুলাল (ভিপি দুলাল) খেলার প্রধান আয়োজক জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইশতিয়াক সরকার বিপুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, মহানগর যুবদলের আহবায়ক ফয়সল উর রহমান পাবেল, বিশিষ্ট ব্যাবসায়ী খলিলুর রহমান, মোঃ আলম, ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউল হক তিতাসসহ অন্যান্যরা।
এই শর্ট বাউন্ডারি খেলায় এই পর্যন্ত ২৮ টি টিম অংশগ্রহণ করেছে। প্রত্যেকদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০ টা পর্যন্ত ৪টি খেলায় ১০ ওভার করে খেলবে ৮টি দল। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে বেস্ট এলিভেন কুমিল্লা টাইগার্স ক্রিকেট ক্লাব। বেস্ট এলিভেন ৩০ রানে পরাজিত করে টাইগার্সদের। ম্যান অব দ্যা ম্যাচ এর পুরষ্কার গ্রহন করেন ইয়াছিন মিয়া।
খেলার আয়োজন করায় আয়োজক কমিটিকে সাদুবাদ জানিয়েছে অতিথি, খেলোয়াড় ও এলাকার সাধারন মানুষ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com