এইচ.এম.তামীম আহাম্মেদ।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের রায়চো গ্রামে "আল মুসায়াদা ফাউন্ডেশন" নামে একটি অলাভজনক আর্থিক সহায়তা মূলক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
শুক্রবার( ২৮ অক্টোবর) বাদ এশা রায়চো কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়।
এ সময় হাজী মোঃ শামসুল হক মাস্টারের সভাপতিত্বে প্রকৌশলী মোঃ নোমান হোসেনের সঞ্চালনায় রায়চো গ্রামের নবীন তরুন এবং প্রবীণ মুরব্বিরা সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন; আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এ সংগঠনে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে কাজ করব "ইনশাআল্লাহ" কিভাবে গরীব অসহায়দের পাশে থাকা যায় সে চেষ্টা করব। এ সংগঠনের মাধ্যমে এ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করব তাই প্রয়োজন ঐক্য এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা৷
পরিশেষে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন ; রায়চো কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসেন মামুন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com