স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের (৩০) ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুলাই) কুমিল্লা নগরীর রাণীর দিঘির দক্ষিণ পাড় এলাকায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে।
সবুজ চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধণিজকরা গ্রামের গোলাম মোহাম্মদ মজুমদারের ছেলে।
ঘটনার বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল জানান, কুমিল্লা নগরীর রাণীর দিঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন সবুজ। সকালে রাণীর দিঘীরপাড়ে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। কয়েকজন সন্ত্রাসী এসে সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ছিনতাইকারী। আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com