স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সাতজন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মুরাদনগর, হোমনা ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে এবং ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ ১৫ জন চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন ডা. নাছিমা বলেন, কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে হাসপাতালে ভর্তি হতে হবে। সঠিক চিকিৎসায় ডেঙ্গু থেকে সুস্থ হওয়া যায়। এ ক্ষেত্রে জ্বর হলে বা ডেঙ্গুর কোনো উপসর্গ দেখে দিলে আবহেলা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
এদিকে গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুমিল্লার বুড়িচং উপজেলা মোঃ আবির খান (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার গতকাল ২৮ সেপ্টেম্বর বেলা ১১ টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবির মৃত্যুবরণ করেন। সে উপজেলা সদরে অবস্থিত দারুস ছালাম মাদ্রাসার হেফজু বিভাগের ছাত্র ছিল। সে মাদ্রাসার ছাত্রাবাসে থেকে পড়া শুনা করত।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com