নিউজ ডেস্ক।।
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান এক দিনে কুমিল্লায় দুটি শোরুম উদ্বোধন করেছেন। হারল্যান স্টোর নামে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রসাধনী সামগ্রীর দুটি শোরুম উদ্বোধন করেন তিনি। সাকিব হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
মঙ্গলবার (৭মে) বিকেল সাড়ে ৩টায় জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধোড়করা বাজারে এবং বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা নগরীর মনোহরপুর সোনালি স্কয়ারে পৃথক দুটি শোরুম উদ্বোধন করেন সাকিব আল হাসান।
এ সময় চলচ্চিত্র অভিনেতা মামনুন হাসান ইমন, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র তাহসীন বাহার সূচনাসহ হারল্যান স্টোরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আল হাসান বলেন, কুমিল্লার মানুষ অনেক ক্রিকেট পাগল। আপনারা সবাই সব সময় বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন করেন। সামনে ওয়ার্ল্ড কাপ আসছে। অতীতের মতো এবারও বাংলাদেশকে সমর্থন দিয়ে পাশে থাকবেন। আপনাদের সমর্থন পেলে বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে ভালো করবে। হারল্যান কর্তৃপক্ষকে ধন্যবাদ। তাদের কারণেই আমি আজ কুমিল্লায় আপনাদের সামনে আসতে পেরেছি। আপনারা সবাই হারল্যানের প্রোডাক্টগুলো কিনবেন বলে আশা করছি।
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আসেন সাকিব। পরে সেখান থেকে গাড়িতে চড়ে চৌদ্দগ্রাম যান। আবার কুমিল্লা নগরীতে ফেরেন। খুব কম সময়ে শোরুম দুটি উদ্বোধন করেন তিনি। পরে হেলিকপ্টারে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com